কূলহারা এ জীবনে আছে হাজারো
দুর্বৃত্ত, দুরন্ত ঢেউ
কি করে বুকের জলন্ত শত ব্যথা  
বুঝবে অন্য কেউ

এ ঢেউয়ের মাঝে আমি নিত্য নতুন  
উজান বেয়ে চলি
চলার পথে মাঝে মাঝে থমকে দাঁড়াই
হারিয়ে গিয়ে গলি

এ দুনিয়ায় কেউ বুঝেনা কারো দুঃখ
একাই দুঃখ ব’ই
জীবন মানে চরাই-উতরাই; সবকিছু
নিরবে নিবৃত্তে স’ই ।

রচনাকালঃ ১৯/০২/২০২১
রামপুরা,ঢাকা।