তুমি বাঁচবে না বাঁচাবে, না মরবে না মারবে
বাঁচা মরার এ প্রশ্নে তুমিই নায়ক, তুমিই খলনায়ক
তোমার একটি সিদ্ধান্তই জাতি হয় ঘুরে দাঁড়াবে;
নয়ত শ্মশানে ধাবিত হবে।
স্বাস্থ্যবিধির পোষ্টারটি নাকের ডগা থেকে সরে গেছে
এবার নাক থেকে এক ইঞ্চি উপরে তুলতে হবে
তবেই বাঁচবে তুমি, বাঁচবে দেশ
করোনা মুক্ত থাকবে তোমার আমার বাংলাদেশ!
রচনাকালঃ ০৯/০৭/২০২১
স্থানঃ রামপুরা, ঢাকা।