প্লিজ! করোনা
অনেক হয়েছে এবার ছারোনা!
কাছে থেকেও স্বজনরা কাছেনা
আপনজনেরা আজ বড়ই অচেনা।
প্লিজ! করোনা
আবারো করছি মানা
আর দিওনা হানা
দোহাই আর মানুষ মেরোনা
প্লিজ! করোনা
সকল পুরুষকে করেছো ঘরনা
অনেক হয়েছে শিক্ষা মোদের
আর দিওনা লাঞ্চনা।
রচনাকালঃ ৩১/০৩/২০২০
রামপুরা,ঢাকা।