এমন যদি হত
ঘুম থেকে জেগে শুনতে পেতাম
সকল দলীয় নেতা নেত্রীদের প্রোমশন হয়েছে
তারা ভিন্ন জগতে পৃথিবীর মত এক একটি দেশ শাসন করছে
বাংলার সিংহাসনে পোষ্টিং হয়ে আসছে কোন এক স্বর্গীয় দূত
এতে নেতারা যেমন উচ্ছ্বাসে ভাসত
জনগনও এই আশায় চাঁন্দের আলোয় হাসত
অন্তত রাজপথে রাজনীতির প্রতিহিংসায় কোন জনগণ বলির পাঠা হবেনা।
আমার এমন কল্পনা কখনও কি বাস্তব হবে ?
হলে কতই না ভাল হত!
রচনাকালঃ 29/7/2023
দুপুর 3.00 টা
স্থানঃ রামপুরা,ঢাকা।