বাঙ্গালীর শ্রেষ্ঠ কবি মঞ্চে উঠলেন কবিতা শোনালেন
”আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়,
বাংলার মানুষ তার অধিকার চায়।” এর হরেক রকম শ্লোথ
গাইলেন কবি।
সবশেষে পাঠ করলেন”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। জয় বাংলা।”
কবির মুখ নিঃসৃত এ কবিতায় ছিল ভিন্নমাত্রা, আধ্যাদ্ধিকতা
বন্দীদশা থেকে মুক্তি, মুক্তির জন্য যুদ্ধু ,যুদ্ধের পরে জয়
যেভাবে কবিতা আবৃত্তি করলেন তা অক্ষরে অক্ষরে বাস্তব হয়
তাইতো তিনি সাধারণ কোন কবি নন, আধ্যাদ্ধিক এক কবি
বাংলাদেশের স্থপতি, একজন স্বপ্নদৃষ্টা,বাংলার রুপকার
বঙ্গ-বন্ধু শেখ মুজিবুর রহমান।
রচনাকালঃ ০৭/০৩/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।