তুমি না বলতে
দুঃখের পরে সুখ একদিন আসবেই
দুঃখ কেটে যাবে
সুখের জোয়ারে একদিন ভাসবেই
তুমি না বলতে
সত্যের জয় একদিন হবেই হবে
সত্যের কাছে
মিথ্যার কাফেলা ধ্বংস হবেই ভবে
তুমি না বলতে
ক্ষমতা করো চিরদিন নাহি রবে
দূর্বলরা জাগবে
ওরাইএকদিন রাজত্ব করবে ভবে
তুমি না বলতে
অহংকারীদের একদিন পতন হবে
জুলুমের জৌলুস
দুনিয়াতেই চিরতরে খতম হবে
তুমি কি বলবে-
আমার জীবনে কি আসবে খুশির দিন?
সত্যের জয় হবেতো
নাকি তোমার সকল সংলাপ মূল্যহীন?
রচনাকালঃ 0০৩/০১/২০২৪
ন্থানঃ রামপুরা,ঢাকা-১২১৯