যতদূর জানি বাংলা কবিতা ডট কম একটি স্বাধীন প্লাটফর্ম ।একারণেই দিনেদিনে বাংলা কবিতা ডট কম আসরে নিত্য নতুন সদস্য যোগ হচ্ছে। এখানে কর্তৃপক্ষ নতুন পুরাতন অভিজ্ঞ অনভিজ্ঞ সকলকে সমান তালে উৎসাহ দিয়ে থাকেন । এমনকি কর্তৃপক্ষ সকল সদস্যকে কবি হিসেবে সন্মানিত করেন।ফলে অন্য দশটি ব্লগের চেয়ে বাংলা কবিতা ডট কম এর জনপ্রিয়তা উত্তরাত্তর বৃদ্ধি পাচ্ছে।
অপ্রিয় হলেও সত্য যে, কতিপয় মুখোশধারীরা অন্যের লেখা নিয়ে এমনভাবে সমালোচনা করে কমেন্টস করে যাতে একজন লেখক লেখার উৎসাহ হারিয়ে ফেলে। চাইলে কবিতার গুণগত মান নিয়ে কর্তৃপক্ষ যে কোন মন্তব্য করতে পারে। তারা কিছু বলছেননা অথচ অন্যদের জ্বালাপোড়ায় কারো কারো লেখার ইচ্ছে নষ্ট হচ্ছে।
এধরনের হস্তক্ষেপ বন্ধ করার ব্যাপারে বাংলা কবিতা ডট কম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।