আহা!কি যে মজা
কি যে খুশি
আমরা কেউ কানা
কেউ মাছি।

আমি কানা
তোমরা মাছি
চোখ থাকিতেও
অন্ধ আছি।

সবাই তালে তালে
মারছে ঘুষি
আহা! কি আনন্দ!      
বেজায় খুশি!

৭ জুলাই-২০২৪
রামপুরা,ঢাকা।