শত চেষ্টা করেও তোমাকে থামাতে পারিনি
রক্ত জলে বুক ভাসালেও বরফ গলেনি
হাজারো প্রশ্নে আমার কি দোষ ছিল বলোনি
জানি তুমি বলবেনা শুনবেনা কোন বাঁধা মানবেনা
তুমি তোমার মতই করে থাকো
যতখুশি মনের রঙে জীবনের ছবি আঁকো
পথের বাঁকে যদি কোন রঙ্গীন বিকেলে
মনের অজান্তে তোমার আমার হয়ে যায় দেখা
আমার চোখ দু’টো যেন আড়াল করে রাখো
আমি চাইনা আমার সংস্পর্শে তোমার জীবনে
পড়ুক কোন কালো ছায়া।
রচনাকালঃ ২৫/০৮/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা