যুক্তির গ্যাড়াকলে
হারিয়েছে উক্তি
যুক্তির হিন্মতে
বাড়ছে দলীয় শক্তি
যুক্তির কৌশলে
তিল হয় তাল
নকলেরা বনে যায়
খাঁটি সরিষার তেল
যুক্তিতে যে দল
খুব বেশি দক্ষ
জনগণ তার দলে
নেয় এখন পক্ষ
যুক্তির ধাঁধায় পড়ে
হারিয়েছি ভক্তি
যুক্তি খন্ডানোর
আছে কি কোন নিক্তি?
রচনাকালঃ ২৮/৮/২০২৩
স্থানঃ রামপুরা, ঢাকা।