আমার জন্মের
বহুদিন আগেও পৃথিবী এমনই ছিল
যেমনটা জন্মের একদিন আগে ছিল
আকাশে চাঁদ,সূর্য,নক্ষত্র সবই ছিল
আমার জন্মের-
বহুদিন আগেও অসংখ্য মানুষ ছিল
প্রেম,ভালবাসা ছিল, বিচ্ছেদ ছিল
রাজা ও রাজ্য ছিল, হাসি ও কান্না ছিল
আমার মৃত্যুর
পরেও সারা দুনিয়া এমনই থাকবে
নদী ভরা জল, আকাশ ভরা তারা
বাগ বাগিছায় ফুল ও ফল থাকবে
জন্মের আগেও
কোন কিছু যেমন থেমে থাকেনি
আমার মরণের পরেও আমার জন্য
কোন কিছু থেমে থাকবেনা।
আমি স্রষ্টার বিশেষ প্রেরিত কেহ না।
বর্তমানে আমি
একটি ভাসমান ভেলায় অবস্থান করছি
ঠুনকো ঝড়েই ভেলাটি ডুবে যতে পারে
এমনটা হলে আমার অস্তিত্ব কিন্তু
নিমিষেই নীল দরিয়ার কলঙ্কিত ইতিহাস!
অথচ সেই আমি
একটি ভাসমান ভেলার মালিকানা নিয়ে
কতই না যুদ্ধ বিগ্রহ করলাম।
আমার অস্তিত্ব যে অন্যের দয়া
সেই বোধটুকু আমার কোনদিন হলো না!
৩০ জুলাই-২০২৩
রামপুরা,ঢাকা।
০১৬৮৯১৪৩২৭০