যদি ভুল করে কভু এসো
তুমি আমার জীবনে
তবে বলব তোমায় আমি
যেন এসো তুমি অমাবস্যার
জম কালো রাতে
আমার ভালোবাসার আবেশ দিয়ে
অমাবস্যার আঁধার মুচিব
লক্ষ চাঁদের আলো জ্বালিয়ে
ভালবাসার ডানায় চড়ে
আঁধার রাতকে নিয়ে যাবো
রঙীন প্রভাতে।
যদি ভুল করে কভু এসো
তুমি আমার জীবনে
তবে বলব তোমায় আমি
যেন এসো তুমি অলংকার বিহীন
নগ্ন গায়
তোমার সারা অঙ্গ মুড়িয়ে রাখব
আদরে সোহাগে ভালবাসায়
আপাদমস্তক ভরিয়ে দিব
স্বর্ণ রৌপ্য মনি মুক্তা আর
হিরকের গহনায়
যদি ভুল করে কভু এসো
তুমি আমার জীবনে
তবে বলব তোমায় আমি
যেন এসো তুমি ছাদ বিহীন আমার
তালপাতার নিলয়
ভালবাসার খুঁটি দিয়ে
সুখের নীড় গড়ব আমি
হাসিতে খুশিতে রাঙ্গিয়ে দিব
জীবনটা ভালবাসায়।
রচনাকাল: ২৩/০৬/২০২০
স্থান: রামপুরা,ঢাকা।