এসো আমরা সবাই মিলে
জীবনের গান গাই
জীবন চলছে আঁকাবাকা
সুন্দর একটা জীবন সাজাই

হিংসা বিদ্বেষ হানাহানি
ঝগড়া বিপদ ঘানাঘানি
সব ভুলে মন খুলে
এক সাথে হাত বাড়াই

মনের ময়লা দূরে ঠেলি
মূছে ফেলি মনের কালি
মনটাকে ধুঁয়ে মূছে
নতুন একটি প্রদীপ জ্বালাই

সভ্যতার আড়ালে অসভ্যতার
লীলাভূমি
বিবেককে দিচ্ছি জলাঞ্জলী
সময় এসেছে ঘুরে দাঁড়াই।

৩ সেপ্টেম্বর-২০২০
রামপুরা,ঢাকা