মানুষ নামের জীবনতরী বানালেন
মালিক সাঁই
ভব দরিয়ায় চলছে তরী যে দরিয়ার
কূল কিনারা নাই
চলছে মাটির গড়া জীবনতরী
আল্লাহ নবীর নামে
তার ইশারায় যখন খুশি তরী
চলে আর থামে
জন্মিলে মরিতেই হবে বিধির
চিরন্তন বিধান
আমার বলতে নাইতো কিছু
দিলাম সপেঁ প্রাণ
বাঁচা-মরার এই দুনিয়ায় কিছুই
চিরস্থায়ী নয়
মরণকে বরণ করতেই হবে এটা
তারই অভিপ্রায়।
রচনাকালঃ ০৫/০৬/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।