কত সুন্দর সাজানো গুছানো ছিল
আমাদের ছেলেবেলা
রোজ বিকেলে মাঠে সবাই মিলে
খেলতাম কত খেলা
না আছে সেই দিনগুলি, না আছে
সেই মানুষগুলো ভালো
সময়ের সাথে সাথে যাচ্ছে নিভে
এক একটি চোখের আলো
এভাবে একদিন নিজের মত করে
সবাই যাবো চলে
হয়ত যাবার বেলায় কেউ কাউকে
পারবো না যেতে বলে।
৬ এপ্রিল-২০২৪
রামপুরা,ঢাকা।