জীবন বহুমুখী। ক্ষণে ক্ষণে রং পাল্টায়
কিন্তু সময় চির বহমান,চির গতিময়
সময়ের অনুকূলে ভাসাও জীবন
সময়ের রঙে জীবন হবে মহামূল্যময়।

২৮ জুলাই-২০২০
রামপুরা,ঢাকা ।