বর্জন কর করুণা ভিক্ষা
গ্রহন কর বীরের শিক্ষা
জাগো এবার মূছো চোখের জল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
বেড়িয়ে এসো আগল ভেঙ্গে
জ্বালিয়ে দাও আকাশ-পাতাল
ছড়িয়ে দাও সঞ্চিত দাবানল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
সিংহের মত লড়াই কর
বাঘের মত মার হুঙ্কার
দাবিয়ে তোল সব নিজের বাহুতল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
টর্ণেডোর মত কর লন্ড-বন্ড
সূর্য্যের মত ছড়াও আলো
বিচরণ কর হিমালয় থেকে হিমাচল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
জ্বালিয়ে দাও অগ্নিশিখা
পুড়ে ছারখার হোক মরীচিকা
পদলিত কর মনের সকল ধূম্রজাল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
পর্বতের চূড়ায় উড়াও কেতন
সৃষ্টি কর নিত্য নতুন
জরাজিন্ন ছিন্ন করে শক্ত কর মনোবল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
পাড়ি দাও সাত-সমুদ্র্যে
খুঁজে আনো মুক্তা-মানিক
সেচিয়া সমুদ্র্যের জল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
জেগে ওঠো-নিদ্রা ভেঙ্গে
শক্তি সঞ্চার কর সর্বাঙ্গে
শক্ত হস্তে ধর কাস্তে হাতুরি শাবল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
শোন তরুণ শোন নও জোয়ান
পশ্চাৎ ছেড়ে সন্মুখে হও আগুয়ান
শিকঁড় ছেড়ে ধর মগডাল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
আধাঁর রাতের বাঁধা ভেঙ্গে
ছুটে চল জল-স্থলে
হাতে নিয়ে আলোর মশাল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
ছেদিয়া আসমান ভেদিয়া জমিন
এগিয়ে যাও নব নবীন
গ্রহ-নক্ষত্রে গড়ে তোল আবাসস্থল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
নারী-পুরুষ করনা ভেদাভেদ
মানুষ সবাই কেউ নয় বিচ্ছেদ
এক সাথে ঝাঁপিয়ে পড় জলে-স্থল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
চারদিকে অনাচার অবিচার
সাধারণেরা পায়না ন্যায় বিচার
বিচারের মানদন্ড কেন টালমাটাল?
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
সমাজের রঞ্জে রঞ্জে ঘুষ দূর্ণীতি
এর বিষাক্ত ছোবলে গোটা জাতি
দেশ বাঁচাতে এগিয়ে চল তারুণ্যের দল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
সিদ্ধ হস্তে চালাও কার্য
গুড়িয়ে দাও মাদকের স্বর্গ রাজ্য
তারুণ্যই প্রাণ তারুণ্যই বল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
শ্রমিকের পদতলে মাথার ঘাম
হারাচ্ছে শ্রমিক শ্রমের ন্যয্য দাম
কেন শ্রমিকদের হাতে পায়ে বাঁধা শিকল?
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত তারুণ্যের দল ।
শিক্ষা ব্যবস্থার করুণ অবস্থা
ফিরিয়ে আনতে হবে শিক্ষায় আস্থা
স্বার্থের টানে শিক্ষার মেরুদন্ড অচল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
পরীক্ষার হলে প্রশ্ন ফাঁস
জাতির চরম সর্বনাশ
ধ্বংস কর কুচক্রীদের কু-মন্ত্রনা,কু-ফল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
কৃষক শ্রমিক সাধারণ জনতা
পদেপদে বঞ্চিত প্রাপ্তিতে শূণ্যতা
তারুণ্যেরাই ওদের শেষ সম্ভল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
বিশ্বময় চলছে ক্ষমতার দ্বন্দ
তারুণ্যেদেরই এসব করতে হবে বন্ধ
দুনিয়াটা যাচ্ছে চলে রসাতল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত তারুণ্যের দল ।
ক্ষমতার লড়াইতে কুক্ষিগত জনতা
মানুষে মানুষে ভেদাভেদ নাই কোন সমতা
তরুণদেরই ধরতে হবে ক্ষমতার হাল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
গুড়িয়ে দাও সকল পরা শক্তি
দেশের জন্য কর সন্ধি কর চুক্তি
রক্ষা কর মাতৃভূমি-মাতৃজল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
তারুণ্যেই জোয়ার তারুণ্যেই শক্তি
তারুণ্যেই জাতির মহামুক্তি
তারুণ্যেরাই নক্ষত্র সম উজ্জ্বল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
তারুণরাই আগামীর কর্ণধার
তারুণরাই গর্ব তরুণরাই অহংকার
ক্লান্তি লগ্নে তরুণরাই ধরবে জাতির হাল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
তারুণ্যেরাই চির সবুজ চির অব্যয়,অক্ষয়
যুগেযুগে তারুণ্যেরাই করবে বিশ্বজয়
তারুণদের হাতেই জাতির চুড়ান্ত ফলাফল
বীর্যের মত গর্জে ওঠো-জীবনমৃত নবীন দল ।
রচনাকালঃ ২০/০৫/২০১৮
স্থানঃ রামপরা,ঢাকা ।