সবার মত আমারও-
মনের কোনে কিছু ইচ্ছে উঁকি ঝুকি মারছে
যে দিনকাল পড়েছে বাপ
কে দিবে আমার ইচ্ছের মূল্;কার দায় পড়েছে আমাকে নিয়ে ভাবার
তাই বলছি-
আমাদের মত মানুষের ইচ্ছে থাকা ভালানা
চোখের সামনে কত দেখেছি, ইচ্ছেগুলোকে গলাকাটা মুরগীর মত ছটফট করে কাতরাতে
কখনও ময়লার ঝুড়িতে হেঁটে হেঁটে ডাস্টবিনে লুকোতে,চিতায় পুড়ে ছাঁই হতে
তবুও-
একটার পর একটা ইচ্ছে মনের কোনে বুদবুদ করে উঁকি মারে
এ যে বড় বেহায়া,নির্লজ্জ ইচ্ছে
ইচ্ছেতো নয়, এ যেন আমার একঝাক আকাশ কুসুম কল্পনা।
রচনাকালঃ ১০/১০/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।