আমি বাবা হইলাম দাদা হইলাম
কোটিপতি,শিল্পপতি সবি হইলাম
শুধু হইলাম না মানুষ
শৈশব গেল,কৈশোর গেল
যৌবন এখন নিভু নিভু
আমার বার্ধক্যেও হইলো নারে হুঁশ।
আমি রাজা হইলাম,মন্ত্রী হইলাম
জজ,ব্যারিষ্টার সবি হইলাম
শুধু ন্যায় বিচারে রইলাম বেহুঁশ
শৈশব গেল,কৈশোর গেল
যৌবন এখন নিভু নিভু
আমার বার্ধক্যেও হইলো নারে হুঁশ।
আমি নেতা হইলাম,পিতা হইলাম
কবি-সাহিত্যিক সবি হইলাম
সকল সৃষ্টি আমার তরে,মানুষ মানুষের তরে
শুধু আমার হইল না এই বুঝ
যৌবন এখন নিভু নিভু
আমার বার্ধক্যেও হইলো নারে হুঁশ।
বুদ্ধিজীবী ভেবে আমি বোকাই রইলাম
আত্মশুদ্ধির জন্য কবে আমি শিখব
দেশ ও জাতির তরে-কবে দু’কলম লিখব
মানুষ না হইয়া শুধু হইলাম ফানুস
যৌবন এখন নিভু নিভু
আমার বার্ধক্যেও হইলো নারে হুঁশ।
রচনাকালঃ ১৭/১২/২০২৩
ন্থানঃ রামপুরা,ঢাকা-১২১৯