হরতাল!হরতাল!
রাজপথে মিটিং মিছিল
গাড়ী ঘোড়ায় জ্বালাও মশাল
হরতাল!হরতাল!
ফাটাও ককটেল মারো বোমা
বন্ধ কর উৎপাদনের কল।
হরতাল!হরতাল!
জ্বালাও পোড়াও আর
জনজীবন কর অসার অচল
হরতাল!হরতাল!
হরণ কর জনতার অধিকার
গোটা দেশকে বানাও টালমাটাল।
হরতাল!হরতাল!
গুড়িয়ে দাও দোকানপাট
কেড়ে নাও জনগণের জানমাল।
হরতাল!হরতাল!
খেটে খাওয়া মানুষের
উল্টে ফেলো খাবার থাল।
হরতাল!হরতাল!
রাজনীতির ফায়দা লুটো
দেশকে নিয়ে যাও রসাতল
হরতাল!হরতাল!
মানুষ মারার দাবানল
এটা নাকি গণতন্ত্রের রসাল ফল।
ধিক আগুন সন্ত্রাস !
ধিক হরতাল!ধিক হরতাল!
যা কভু বয়ে আনেনা জনগণের সু-ফল।
রচনাকালঃ ১০/১১/২০১৩
রামপুরা,ঢাকা।