মানুষরুপি কিছু হিংস্র পশুদের জন্য জনপদ এখন অস্থিশীল
এসব হিংস্র মানুষের জন্য পৃথিবীটা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে
একটি হিংস্র পশু অপেক্ষা একজন হিংস্র মানুষ বেশি ক্ষতিকর
একটি হিংস্র পশু আক্রমনাত্মক হলে নিদিষ্ট কিছুর ক্ষতি হয়
অথচ একজন হিংস্র মানুষ গোটা পৃথিবীর জন্য বিপদজনক।
রচনাকালঃ ৯/১/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।