বিন্দুর ভিতরে বিন্দু
তার ভিতরে লাখো কোটি সিন্ধু
মহাবিশ্বের বিশাল এই সৃস্টি
মূহুর্ত্যর জন্য এড়ায় না তোমার দৃষ্টি
তোমার কুদরাত দেখে দয়াল সাঁই
আমি সত্যি সত্যি অবাক বনে যাই
কোন কিছুতে হয় না এক চুল ভুল
ভেবে ভেবে আমি হই ব্যাকুল।
তুমি কেন সৃষ্টি করোনি তোমার
জ্ঞাণ পরিমাপক একটি নিক্তি?
প্রতিবার ওজনে ওজনে তোমার প্রতি
আমার বেড়ে যেত আরো আসক্তি।
২৫ মার্চ-২০২৪
রামপুরা,ঢাকা।