আহ! কি বেকায়দা!
গুজবিরা লুটছে ফায়দা
দেশের অবস্থা করতে নাজুক
সুযোগ সন্ধানীরা খোঁজে সুযোগ
আযব! হুজুগীরা ছড়ায় গুজব
কত ধানে কত চাল এবার বুঝুক
পেঁয়াজের ঝাঁজে মাথা ছিল বাঁকা
নুন কিনতে অনেকের পকেট ফাঁকা
আবার আসল হুজুগ থানকুনি পাতা
এসব শুনতে শুনতে গুরছে মাথা
হায়রে গুজব! কান নিয়েছে চিলে
হুজুগীরা হিরো হল মাত্র একটি ঢিলে।
গুজবে কান দিওনা জনগণ
ঈমান আমল করনা নষ্ট অকারণ।
প্রকাশকালঃ ১৯/১১/২০১৯
স্থানঃ রামপুরা,ঢাকা।