গণতন্ত্রের মূলমন্ত্র বহুতন্ত্রের চক্রান্তে আক্রান্ত
গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে গণতন্ত্র আবার ক্লান্ত
গণতন্ত্রের মাঠ অগ্নিগর্ভ উত্তপ্ত, চলছে ষড়যন্ত্র
বাড়ছে উৎকন্ঠা, বাড়ছে বিবেধ, গণতন্ত্র বিভ্রান্ত।
রাজনৈতিক প্রেক্ষাপটের ঘৃণিত মন্ত্রে
গণতন্ত্র আটকে আছে ছদ্ধবেশী কফিনের যন্ত্রে
অপশক্তির থাবায় যখন গণতন্ত্র হয় আক্রান্ত
ফুঁসে ওঠা জনতার নৈরাজ্য দেশ হয় অ-শান্ত।
গণতন্ত্রের আড়ালে রাষ্ট্রযন্ত্রের পরিধেয় কাফন
আমলাতন্ত্রের স্বেচ্ছাচারিতায় হয়নি কভু দাফন
গণতন্ত্রের মূলমন্ত্র (উৎস) একমাত্র জনতন্ত্র
রাজনীতিতে নেই এখন আর সেই দৃষ্ঠান্ত।
গণ মানুষের দাবী-
গণতন্ত্র হোক চির অমলিন, নিরাপদ, শান্ত, জীবন্ত
নিপাত যাক স্বৈরাতন্ত্র, নিপাত যাক অ-ঘোষিত রাজতন্ত্র
কায়েম হোক সাংবিধানিক আইনের শাসনতন্ত্র।
রচনাকালঃ ৭/৮/২০২৩
স্থানঃ রামপুরা, ঢাকা।