মানুষ নামের গোলাম বানাইয়া ভবে দিলে তুমি ছাড়ি
কোন দোষে হইলাম দোষী খোদা
দিবা নিশি করি মানুষের গোলামী
এ কেমন নিয়তি তোমার এ কেমন পাগলামী

সংসার পরিজন দূরে ঠেলে
নিজের ভাল-মন্দ ভুলে
সদা মানুষের চরণে মাথার ঘাম ঢালী
এ কেমন নিয়তি তোমার এ কেমন পাগলামী

তোমারে ছাড়িয়া মহাজনদের করছি পূঁজা
কে বইবে পরপারে আমার বোজা
সেদিন মানুষরুপী মহাজনরা কি দিবে সেলামী?
এ কেমন নিয়তি তোমার এ কেমন পাগলামী

মানব সেবাই বড় ধর্ম বলেন গুণীজনে
সব কিছু ফেলে আছি মানুষেরই সনে
মানব সেবার মাঝেই নাকি তোমার গোলামী
এ কেমন নিয়তি তোমার এ কেমন পাগলামী

রচনাকালঃ১০/০৭/২০১৮
রামপুরা,ঢাকা।