বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।
সবকিছুর মালিক তুমি
উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম
জ্বীন ইনসান আর আসমান ও জমিন!
জালিমের জুলুমে জ্বলছে বায়তুল আমীন
কাঁদছে তোমার দ্বীন, কাঁদছে  ফিলিস্তিন!

আররহমা-নির রাহি-ম । মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
বারবার আক্রান্ত ফিলিস্তিন
জুলুমবাজ জালিম বেঞ্জামিন
যুদ্ধাপরাধ করছে  সীমাহীন
কেন নিরব বিশ্ব? আল্লাহ আপনি বিচার নিন!
জালিমের জুলুমে জ্বলছে বায়তুল আমীন
কাঁদছে তোমার দ্বীন, কাঁদছে  ফিলিস্তিন!

ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন।
ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম
ঈমান এনেছি আমরা, আমরা-ই-মোমিন!
সরল পথে রাখিও চিরদিন!
জালিমের জুলুমে জ্বলছে বায়তুল আমীন
কাঁদছে তোমার দ্বীন, কাঁদছে  ফিলিস্তিন!

সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম
গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালাদ্দ-ল্লি-ন।
ইসরাইলীদের দাবী ভিত্তিহীন
খতম কর; যারা জালিম, বিবেগহীন!
কবুল কর আমার প্রিয় নবী মুহাম্মাদের (সাঃ) দ্বীন!
জালিমের জুলুমে জ্বলছে বায়তুল আমীন
কাঁদছে তোমার দ্বীন, কাঁদছে  ফিলিস্তিন!


১ মার্চ-২০২৪
রামপুরা,ঢাকা।
01689143270