তোমরা কেমন মুসলমান
তোমরা কেমন মুসলমান
ফিলিস্তিনিদের জন্য একটু
কাঁদে না পরান

আগুনে জ্বলছে গাজা
ঝরছে প্রাণ তাজা তাজা
লাশের মিছিলে ভারী
জমিন ও আসমান।
তোমরা কেমন মুসলমান
তোমরা কেমন মুসলমান।।

জালিমদের রোষানলে
ফিলিস্তিনে আগুন জ্বলে
মুসলিম দেশ আছে যত
সকলের আজ মাথা নত
মুসলিম উম্মা কি ভুলে গেছে
হাদিস ও কুরআন।
তোমরা কেমন মুসলমান
তোমরা কেমন মুসলমান।।

মুসলমানদের মুখে তালা
নেই কারো অন্তর জ্বালা
আখের নিয়ে ব্যাস্ত সবে
বলে আর কি লাভ হবে
বিক্রি হয়ে গেছে ওদের
গর্বিত ঈমান
ওদের চেয়ে ঐক্যে অটুট
ইহুদী খ্রীষ্ঠান।
তোমরা কেমন মুসলমান
তোমরা কেমন মুসলমান।।
৭ এপ্রিল- ২০২৫
রামপুরা,ঢাকা।