ধ্বংসকারীদের দলে দাঁড়িয়ে
তোমার কট্রর শ্লোগান
ধিক রোদ! ধিক বৃষ্টি! ধিক শীত!
ধিক ঝড়, জলোচ্ছাস!
জাহেলী যুগের অকৃতজ্ঞ মানুষের মত
ক্ষাণিক রোদকে অভিশাপ দেও
বৃষ্টিও আছে তোমার রোষানলে
শীতকেতো তুমি ছেড়ে কথা বলো না
ঝরা পাতা ঝরবেই
শকূনের অভিশাপে গরু মরবেই, তা নয়।
অভিশাপ যদি দিতে হয়, নিজেকে দাও
বদলাতে চাও, বদলাও, সাপের খোলসের মত নয়
মদের মটকিতে দুধের রঙ্গে বদলাও
তবে যদি, বরফ গললেও গলতে পারে।
২৪ মে-২০২৪
রামপুরা,ঢাকা।
০১৬৮৯১৪৩২৭০