অন্যের ঘারে চাপাইয়া দোষ
বানাইলাম তারে দোষী
তাহারে দোষী বানাইয়া
আমি মহা খুশি দয়াল
আমি মহা খুশি।
পরের মাথায় কাঠাল ভাইঙ্গা
নিজের হাত তেলে মাখি
পরকে দিয়ে করাইয়া চুরি
নিজে সাজি সন্যাসী
অন্যের ঘারে চাপাইয়া দোষ
আমি মহা খুশি দয়াল
আমি মহা খুশি।
যেনতেন কথায় আমি
পাখির মত মানুষ জবাই করি
সুযোগ বুঝে চালাইয়া দেই
আন্ধার রাতে দিচ্ছে গলায় ফাঁসি
অন্যের ঘারে চাপাইয়া দোষ
আমি মহা খুশি দয়াল
আমি মহা খুশি।
পরের ফুটোয় আঙ্গুল দিয়া
আমি মজা লুটি
দয়াল কবে হবে আমার বিচার
যে বিচারে সর্বদোষে হবে আমার ফাঁসি
অন্যের ঘারে চাপাইয়া দোষ
আমি মহা খুশি দয়াল
আমি মহাখুশি।
রচনাকালঃ ১৫/০৫/২০২০
স্থান : রামপুরা,ঢাকা।