আজ করবো না করবো কাল
এভাবে পার করেছি শত সকাল
আজ্রাইল এসে পাতছে জাল
শেষ হল রে আমার আয়ুষ্কাল
বাঁচার আশা রে ভাই নিষ্ফল
পূন্যের খাতায় শূন্যে ভরা ফলাফল
সময়ের কাজ সময় করিনি থাকতে বল
অসময়ের সকল চেষ্টা আজ হল বিফল
সময়কালঃ ১৭/১২/২০২১
স্থানঃ রামপুরা, ঢাকা।