চাঁদ ওঠেছে, চাঁদ ওঠেছে
আকাশের ঐ গায়
ঈদ এসেছে, ঈদ এসেছে
মুসলিম দুনিয়ায়

চাঁদের হাসি ঈদের খুশিতে
মন জুড়িয়ে যায়
নতুন সাজে সাজবো সবাই
ভাসবো খুশিরও বন্যায়
ঈদ এসেছে, ঈদ এসেছে
মুসলিম দুনিয়ায়।।

বিবেদ ভুলে শামিল হবো
সবাই জামাতে ঈদগায়
সেমাই খাব ফিরনি খাব
ঘুরবো পাড়া-মহল্লায়
ঈদ এসেছে, ঈদ এসেছে
মুসলিম দুনিয়ায়।।

কেনা কাটার ধুম পড়েছে
ঈদের আনন্দ মেলায়
ঈদ আনন্দে ভাসবো সবাই
রঙ্গিলা হাওয়ায়।
ঈদ এসেছে, ঈদ এসেছে
মুসলিম দুনিয়ায়।।

১৪ মার্চ ২০২৫
রামপুরা,ঢাকা।