জানি,ঈদ মানে উল্লাস! উচ্ছ্বাস!!
কোরমা পোলাও ফিরনি পায়েসে
রসনা বিলাস!
ঈদ মানে শপিংমলে কেনাকাটা
ঘরে ঘরে আলোক সজ্জা
অঙ্গে পোশাকের সাজ!
ঈদ মানে কারো কারো নাভিঃশ্বাস!
কারো সেচ্ছায় ঘরে কারাবাস
কারো সর্বনাশ!
ঈদ মানে আশ,ঈদ মানে দীর্ঘঃশ্বাস!
কখনও সুখ কখনও দুখ
ভাঙ্গা-গড়ার ইতিহাস!
এবারের ঈদ যেন পেয়াঁজের জাঁজ
লুকিয়ে থাকা আনন্দ খুশিরা
চাপা কষ্টে হবে ফাঁস!
রচনাকালঃ ২৬/০৭/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।