কাটেনা প্রহর
একটি সকাল পার হতে কেটে যায় যেন একশটি ভোর
গর্তের তলায় তলিয়ে গেছি
গর্ত থেকে বেড়িয়ে আসার সবগুলো মুখ বন্ধ
উকি ঝুকি মারার কোন সুযোগ নেই
গর্তের মুখে আগুন জ্বালিয়ে মজা করছে সমাজপতিরা
ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে গাঁয়ের জোড়
আছি বেঁচে না মরে কে রাখে কার খবর
আমার কাটেনা প্রহর,
একটি সকাল পার হতে কেটে যায় যেন একশটি ভোর
বুঝতে আর বাকী নেই চলছে যে জীবনে দুঃসময়ের ঘোর
রচনাকালঃ ০৯/১০/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।