চোখ হল মানুষের অতি দর্শনীয় বস্তু
চোখ দিয়েই মানুষ সব কিছু দর্শন করে
অথচ চোখকে অন্যের সাহায্য নিতে হয়
নিজের ভিতরের বস্তু দেখতে।তেমনি করে
মানুষের কাছে সহজেই ধরা পড়ে অন্যের দোষ
যা অন্বেষণ করাও সহজ এবং আনন্দজনক।
কিন্তু মানুষ কখনও নিজের দোষ খুঁজে পায়না।
এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় দূর্ভাগ্য।
রচনাকালঃ ১৯/০২/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।