কষ্ট নামক মাটি দিয়ে
সৃষ্টি আমার দেহ
অভাব নামক গন্ধে আমার
পাশে নাইতো কেহ।  

কষ্টের মাঝে দিন কেটে যায়
সকাল সন্ধ্যাবেলা
তার উপরে কষ্টের হাটে  
বসছে করোনার মেলা।

মেলার মাঝে শত দোকান
নেইতো বেচাকেনা
ডানে-বামে সবই ফাঁকা
চেনারা আজ বড়ই অচেনা।

ক্ষুধার জালায় বাঁধছি বুকে
মারনাস্ত্র বোমা
বোমায় বিদ্ধ আমার সন্তান  
আমার প্রিয়তমা।

রচনাকালঃ১২/০৫/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।