জয় জয় জয়
সালাম বরকত রফিক শফিউর জব্বার সহ
ভাষা সৈনিক নামক একঝাঁক ধ্রুবতার জয়
তোমরা ভাষার জন্য স্মরণীয় বরণীয় চিরকাল
অহিউল্লাহর অ
জব্বারের জ
সালামের স
বরকতের ব
আউয়ালের আ
রফিকের র
শফিউরের শ
ভাষা সৈনিকদের উপহার আজকের বাংলা বর্ণমালা
জাতি কোনদিন ভুলবেনা তোমাদের এ অবদান।
কানায় কানায় পূর্নহোক তোমাদের আত্মদান ।
রচনাকালঃ ৮/১/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।