প্রেমের দাম চুকাতে
গুনে গুনে এক যুগ মানে বারটি বছর
তোমার দরজায় কড়া নাড়ছি

তখন তুমি ছিলে ধনীর দুলালী
কখনও পাড়ার সুন্দরী বালিকা
কখনও নামী দামী স্কুলের স্টুডেন্ট
কখনও বাবা মায়ের বাধ্য রাজ কন্যা।

সেই তুমি আজ-
দুই যুগ মানে চব্বিশটি বছর পর
আমার দরজায় এসে কড়া নাড়ছো

দুঃখিত,
আমার প্রেম এখন একটি সংসারের নাম
যার ডালপালা বট বৃক্ষের মত বিস্তৃত।

রচনাকালঃ ৫/৯/২০২৩
স্থানঃ রামপুরা.ঢাকা।