অনেকের মতে
অধিক পরিশ্রমে হয় ধনবান
শিক্ষা দীক্ষা এবং বুদ্ধিতে
এবং যার আছে অধিক জ্ঞাণ
আবার কারো মতে
হতে হবে শারীরিক শক্তিমান
ক্ষমতায় থাকতে হবে হাত
মামু খালু থাকবে সমান সমান
ছক কষে কি ধনী হওয়া যায়?
না কোন মন্ত্র যাদুটোনায়?
এসব কোনটিই সঠিক নয়
ধনী হবার মূলে আছে একটি
বিজ্ঞান সন্মত বৈজ্ঞানিক সূত্র
এটি গাণিতিক এবং পবিত্র
এ সূত্রটি খুবই রহস্যময়!
চোরা বালুর মত এ সূত্রের উপর
পা পড়ে গেলেই কাম ফতে।
২৭ এপ্রিল-২০২৪
রামপুরা,ঢাকা।
01689143270