প্রথম যেদিন দেখি তোমায়
হারিয়ে ফেলি ভাষা
ভাবিনি কোনদিন ফুরিয়ে যাবে
তোমার ভালবাসা।

হঠাৎ কেন লুকিয়ে আমায়
আড়াল থেকে দেখো
তোমায় যত কাছে ডাকি
তত-ই- দূরে থাকো।

ইচ্ছে করে দিচ্ছো মোরে
অনেক দূরে ঠেলে
তবে কেন প্রেমের শিখা
দিয়া গেলা জ্বেলে?
প্রেমের আগুনে পুড়ে
তছনছ ভালবাসা
তোমার একটি ডিসিশনে হইল গুঁড়াগুঁড়া
আমার সকল আশা।

হঠাৎ দেখি তোমার ঠোঁটে
ফুটছে রঙীন হাসি
তোমার এই হাসিই আমার
প্রেমের গলে ফাঁসি।

ভালবাসার নামে তুমি
খেলছে এ কেমন প্রেমের পাশা
তোমার একটি ডিসিশনে হইল গুঁড়াগুঁড়া
আমার সকল আশা।

রামপুরা,ঢাকা।
০১৬৮৯১৪৩২৭০