দিন ফুরিয়ে যায় রে আমার
দিন ফুরিয়ে যায়
আমার পূন্যের খাতায় শূণ্যে ভরা
এখন করি কি উপায়
আমি মরছি হতাসায়!

ওরে হেসে হেসে বেলা শেষে
ঝরছে চোখের জল
নিজের পায়ে কুড়াল মেরে
নিজেই পেলাম ফল
আমি কৃত কর্মের বোজা বহি
নিল না কেউ দায়

এখন করি কি উপায়
আমি মরছি হতাসায়!

মন আকাশে মেঘ জমেছে
বসে আছি একা
মরণকালে কেউ নাই পাশে
দিল না কেউ দেখা
নিজের বাঁশে নিজে ফেঁসে
করি হায় হায়

এখন করি কি উপায়
আমি মরছি হতাসায়!

দিন ফুরিয়ে যায় রে আমার
দিন ফুরিয়ে যায়
আমার পূন্যের খাতায় শূণ্যে ভরা
এখন করি কি উপায়
আমি মরছি হতাসায়!

রচনাকালঃ ০১/০১/২০২২
স্থানঃ রামপুরা, ঢাকা।