অনেক হয়েছে,অনেক করেছি আমরা
কি পেলাম আর কি দিলাম!
সকাল-সন্ধ্যা শুধু পিটাই ডাক-ঢোল।।
আমরা কত জ্ঞাণ বিজ্ঞানের অধিকারী!
পারিনিতো পাল্টাতে নিজেকে!
পরিহার করি চিন্তাধারা,অহেতুক বোল।।

অনেক করেছিতো নাটকের মঞ্চায়ন
সেজেছি মহান,হয়েছি উদার
পাল্টাইনীতো কভু বিবেগের বন্ধ খিল।।  
অনেক হয়েছি সভ্য,হয়েছিতো আধুনিক
অথচ নীতি-আদর্শ প্রাচীন
এবার ধুঁয়ে মূছে পরিষ্কার করি দিল।।

অনেক হয়েছে আলাপ,করেছি সংলাপ  
পাল্টাইনী চলন বলন স্বভাব
জাগ্রত করতে পারিনি বিবেকবোধ।।
অনেক শিখেছিতো বিদ্যা বুদ্ধি কত কি  
এখনও মানুষ হতে পারিনি
মেরুদন্ডহীন শিক্ষায় গড়ি প্রতিরোধ।।

অনেক করেছি বদল,করেছি শোরগোল
যেখানে ছিলাম সেখানেই আছি
এসো সবাই মিলে পাল্টাই অভিমত।।
দিন বদলের অভিযানে আমরাই যাত্রী
বদলাবে দেশ,বদলাবে জাতি
এই যাত্রায় আমরাই করব বাজিমাত।।

১ ফেব্রুয়ারী-২০২৪
রামপুরা,ঢাকা।

বিঃদ্রঃ- এই কবিতাটি অমর একুশে বই মেলা ২০২৪ এ বুলবুল পুস্তক প্রকাশনী কর্তৃক ’অভিযাত্রিক’ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে।