স্রষ্টা আদম সৃষ্টি করে প্রাণ দিলেন ফুঁকে
সৃষ্টি করলেন সঙ্গীনী তার যেন থাকে তারা সুখে
দুনিয়া বানাইয়া তিনি দিলেন কত নেয়ামত
বিনিময় মানব সকল করে যেন স্রষ্টার ইবাদত
ইবলিশ ঢুকিয়া মানব শিরায় কুমন্ত্রনা হাঁকে
সে পথভ্রষ্টের নীল নকশা দিবা নিশি আঁকে
ঐশী বাণী নিয়ে নবী রাসুল করলেন আগমন
জুলুম করে মানবজাতি ইবলিশকে করল আলিঙ্গন
সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, স্রষ্টার অবদান
ইবলিশকে গ্রহন করে মানবজাতি হারাইল সন্মান।
রচনাকালঃ ০১/০৬/২০২১
স্থানঃ রামপুরা,ঢাকা।