আমি কুরআন মানি, হাদিস মানি
আল্লাহ রাসুল (সাঃ) সবি মানি
আমি নই কিন্তু ইবলিশ শয়তান।
তবুও আমাকে আমার সন্দেহ হয়
আসলে আমি কি আদৌ মুসলমান!

বিলালের সুমধুর আযানের ধ্বনি বদল করেছি
মসজিদ ছেড়েছি, জমায়াত ছেড়েছি, এখন কাবা
আমি কিন্তু নই নাস্তিক বা বে-ঈমান
তবুও আমাকে আমার সন্দেহ হয়
আসলে আমি কি আদৌ মুসলমান!

আমি মনগড়া বিধান ঘোষণা দিয়েছি
করোনার নামে পাল্টে দিয়ে কুরআন হাদিসের বিধান
জিতে গেছি আমি, কাঁদছে নবীজীর (সাঃ) ইসলাম।
ধর্মের বিধান পাল্টে দিয়ে আমি ও আমরা
সেজেছি মহান!

২২ মার্চ-২০২০
রামপুরা,ঢাকা।