আমরা শিশু আমরা কিশোর
আমরা তারুণ্য শক্তি
আমরা অবুঝ আমরা সবুজ
আমরাই আগামীর মুক্তি
বিশ্ব সভায় আমরাই একদিন
ছড়াব আলোর সৌরভ
আমরাই একদিন ফিরে আনব
জাতির হারানো গৌরব।
দেশ হতে সুদ ঘুষ দূর্ণীতি
অপশক্তির কালো হাত
আমরা ওসব করবই নির্মূল
আমরাই আনব রক্তিম প্রভাত
অন্যায়ের বিরুদ্ধে আমরাই
দূর্বার প্রতিরোধ গড়ব
দেশের জন্য করব লড়াই
মরতে হলে দেশের জন্যই মরব।