তারে একবার দেখার পরে
আমার বুকের ভিতর কেন যেন
ছল্লাৎ ছল্লাত করে।
এক মিনিটের জন্য চোখের
আড়াল হইলে সে
মন বসেনা কাজে আমার
বুঝি যাবো এখনি মরে।
ভুলিতে চাইয়া পারিনা ভুলিতে
কেমনে ভুলিব তারে
বুকের ভিতর বইসা সে যে
আমার সর্বাঙ্গ নাড়ে।
মনযে আমার উথাল পাতাল
থাকেনা সে ঘরে
পলকে পলকে মনটা আমার
তার বিহানে উড়াল মারে।
লোকে বলে পাগল আমায়
রাখল খাঁচায় বন্দি করে
যার লাগিয়া এত কিছু
সেতো আমার সারা অন্তর জুড়ে।
রচনাকালঃ ৩০/০৬/২০০১
স্থানঃ পতেঙ্গা,চট্রগ্রাম।