কর্ম ছাড়া ধর্ম অচল
বলছেন গুণীজনে
কর্ম বিনা ধর্মের বুলি
শোনেননা নিরঞ্জনে
ধর্মের দোহাই দিয়ে কর্ম ফেলে
যারা ছুটছে ধর্মের পাছে
জানুক তারা কর্মের মাঝেই
আসল ধর্ম লুকিয়ে আছে।
যুগেযুগে ধর্ম নিয়ে যারা
খেলছে হোলি খেলা
কালেকালে ইতিহাসের নোংড়া জলে
ডুবছে তাদের ভেলা
রচনাকালঃ ১০/০৫/২০০৮
শান্তি নগর,ঢাকা।