দারিদ্রতা মানব জীবনে একটি উপলক্ষ মাত্র
দারিদ্রতার উপর ভর করেই
সকল দার্শনিক মতবাদের সৃষ্টি হয়েছে

কারো কারো মতে
দারিদ্রতা জীবনের একটি চরম অভিশাপ
জীবনকে মৃত্যুর পথ যাত্রায় শামিল করে।

বাস্তবতা আসলে ভিন্ন
দারিদ্রতার নৌকা মন্তর গতিতে চলে বটে  
দারিদ্রতার মাঝে সুপ্ত থাকে কিছু ভাইরাস শক্তি

এই শক্তি একবার জাগ্রত হবেই হবে
সেদিন দারিদ্রতার হাত ধরেই বিজয়ের পতাকা
পতপত করে উড়বেই!

১০ জানুয়ারী-২০২০
রামপুরা,ঢাকা।