ত্রিশ লাখ মায়ের কলিজায় লেগে আছে
সন্তান হারানো ব্যাথার দাগ
দুই লাখ মা বোন বইছে সম্ভ্রম হারানো
কলঙ্কের দাগ
বাংলার প্রতি ইঞ্চি মাটিতে মিশে আছে
শহীদের রক্তের দাগ
জলে স্থলে মিশ্রিত রক্ত থেকে জন্ম
নেওয়া কোটি ভক্তের অন্তরে লেগে আছে
স্বজন হারানো ক্ষোভের দাগ
চার দশকেও বাঙ্গালীর মন থেকে মূঁছেনি
এক রত্তি দাগ
যতদিন আকাশে সূর্য উঠবে ততদিন সূর্যের
আলোয় এ দাগ গাঢ় হতে থাকবে দেশপ্রেমিক
প্রতিটি বাঙ্গালীর চিন্তা চেতনায় ও মননে
রচনাকালঃ ২৪/০৯/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।