গাঁয়ে মানে না আপনে মোড়ল
তবুও ওরা সমাজে বড় বড় দাদা
ওরাই সুশীল সমাজের ধারক বাহক।
এসব দাদাদের কারনে
কত ফুল যে মুকুলেই ঝড়ে পড়ে
এর হিসেব ক’জনে রাখে!
কুকুরের লালা মিশ্রিত জিহ্বার প্রভাবে
সাধারণ মানুষগুলি সন্মান বাঁচাতে
ইঁদুরের গর্তে মাথা লুকায়।
এদের ভালো কাজে ওরা ভ্রকুচকায়
এরা কোন কিছুতে খ্যাতি পেলে
ওদের চোখ কপালে ওঠে।
জিন্মিদশা থেকে এদের মৌন প্রতিবাদ
আল্লাহ তুমি ওদের হেদায়েত কর!
নয়ত জালিমের হাত থেকে বাঁচাও!
সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলো
চিরকাল বঞ্চনার স্বীকার
আর কতকাল চলবে দাদাদের দাদাগিরি?
২২ মে-২০২৪
রামপুরা,ঢাকা।
০১৬৮৯১৪।২৭০