জ্বলছে দাবানল
এপাশে ওপাশে প্রতিবাদের ঢল
মাথা নোয়াইনি তবু নরপশুর দল
শুয়োরেরর পেটে জন্ম ওদের
কুকুরের দুগ্ধ করেছে পান
ভাদ্র মাসের বেওয়ারিশ কুকুর ওরা
শ্রাবের রক্ত চোষা জাতির কুসন্তান
যায় আসে কি ওদের; লাজ লজ্জার
মাথা খেয়েছে ওরা সেই কবে
মিটিং মিছিলে ক্ষান্ত হবেনা ওরা
খোজা করিয়া রাস্তায় ছাড়িলে যদি
বন্ধ হয় কুকুরের নোংরামি তবে
রচনাকালঃ ০৬/১০/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।